Home জাতীয় দেশে ৯ মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

দেশে ৯ মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

by Shohag Ferdaus
সবচেয়ে কম মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। যা গত প্রায় নয় মাসের মধ্যে সবচেয়ে কম। গত বছরের ৫ মে ১ জনের মৃত্যু হয়েছিল। আর ৮ মে সাত জনের মৃত্যু হয়। এরপর তা ক্রমশই বাড়ে।

২৯ জানুয়ারি শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় আরও ৪৫৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এনিয়ে এখন পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like