Home সারাদেশ ভোলায় মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা

ভোলায় মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা

by Newsroom
মাস্ক না পড়ায়

ভোলায় মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৩ নভেম্বর সোমবার জেলা সদর থেকে ৩ জন, দৌলতখান থেকে ৬ জন ও লালমোহন উপজেলা থেকে ৯ জনকে আটকের পর তাদের ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সুত্র জানায়, করোনা সংত্রমBরোধে জেলা প্রশাসনের নির্দেশে জেলা সদর, দৌলতখান ও লালমোহন উপজেলা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মাস্ক ব্যবহার না করায় ভোলা সদরে ৩ জনকে দেড় হাজার টাকা, দৌলতখানে ৬ জনকে ৩ হাজার ২০০ টাকা এবং লালমোহন উপজেলায় ৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান এ তথ্য নিশ্চিত করে ভয়েস টেলিভিশনকে বলেন, করোনা সংত্রমণরোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে ৩০ জনকে কারাদণ্ড ও অর্ধশতাধিক ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like