3
ভোলায় মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৩ নভেম্বর সোমবার জেলা সদর থেকে ৩ জন, দৌলতখান থেকে ৬ জন ও লালমোহন উপজেলা থেকে ৯ জনকে আটকের পর তাদের ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সুত্র জানায়, করোনা সংত্রমBরোধে জেলা প্রশাসনের নির্দেশে জেলা সদর, দৌলতখান ও লালমোহন উপজেলা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মাস্ক ব্যবহার না করায় ভোলা সদরে ৩ জনকে দেড় হাজার টাকা, দৌলতখানে ৬ জনকে ৩ হাজার ২০০ টাকা এবং লালমোহন উপজেলায় ৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান এ তথ্য নিশ্চিত করে ভয়েস টেলিভিশনকে বলেন, করোনা সংত্রমণরোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে ৩০ জনকে কারাদণ্ড ও অর্ধশতাধিক ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে।
ভয়েস টিভি/ডিএইচ