Home সারাদেশ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সিএমপি কমিশনারের প্রচারণা

মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সিএমপি কমিশনারের প্রচারণা

by Newsroom

সব শ্রেণির মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবং করোনার দ্বিতীয় ধাপ মোকবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণের ধারাবাহিকতায় সিএমপি এ কর্মসূচি পালন করে।

১১ নভেম্বর বুধবার খুলশী কনকর্ড টাওয়ারে প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি চট্টগ্রাম মহানগর যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন সিএমপি কমিশনার।

সিএমপি কমিশনার বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের আক্রমণ চট্টগ্রামে ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রতিদিনই আক্রান্তের তালিকায় যুক্ত হচ্ছেন শতাধিক মানুষ। তাই করোনা প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকে মাস্ক ব্যবহারের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি।

এসময় সিএমপির অতিরিক্ত কমিশনার এস এম মোস্তাক আহমদ খান, উপ-কমিশনার বিজয় বসাক, অতিরিক্ত উপ-কমিশনার নাদিরা নূর, সহকারী কমিশনার পরিত্রান তালুদকারসহ খুলশি কনকর্ড টাউন সেন্টার দোকান মালিক কল্যাণ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like