Home শিক্ষাঙ্গন সভা-সমাবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে বেরোবিতে মিছিল

সভা-সমাবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে বেরোবিতে মিছিল

by Shohag Ferdaus
বেরোবিতে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ও প্রশাসনিক ভবনে প্রবেশে বিধিনিষেধ আরোপের নির্দেশনা বাতিলের দাবিতে মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।

৯ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ভিসির বাংলো হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে মিছিলটি শেষ হয়।

গত ৩১ জানুয়ারি ঢাকার লিয়াজোঁ অফিসে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় প্রশাসন ভবন, ভিসির বাংলো, একাডেমিক ভবন এবং শ্রেণি কক্ষের সামনে মিছিল-মিটিং, অবস্থান ধর্মঘট, বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন: সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

ভয়েস টিভি/এসএফ

You may also like