Home খেলার খবর মিরাজের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

মিরাজের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

by Shohag Ferdaus
মিরাজের

প্রথম রান নেয়ার সময় শূন্যে লাফিয়ে মুষ্ঠিবদ্ধ হাত বাতাসে ছুঁড়লেন। দ্বিতীয় রান নেওয়ার সময় আবারও। এরপর যেন ডানা মেলে দিয়ে ভেসে চললেন। একটু থেমে সিজদাও দিলেন। মেহেদী হাসান মিরাজের উদযাপন যেন শেষই হচ্ছিল না। এটিই তার প্রথম টেস্ট সেঞ্চুরি।

সকালে লিটন দাস ও সাকিব আল হাসান যা পারেননি, আগের দিন পারেননি প্রতিষ্ঠিত অন্য ব্যাটসম্যানরা, সেটিই করে দেখালেন মিরাজে। আট নম্বরে নেমে অসাধারণ এক সেঞ্চুরিতে এগিয়ে নিলেন দলের ইনিংস।

আট নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করা চাট্টিখানি কথা নয়। কিন্তু মিরাজ সেটা করে দেখিয়েছেন। ক্যারিবীয় বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে ১৬০ বল খেলে সেঞ্চুরি করেন মিরাজ।

আর মিরাজের সেঞ্চুরির সৌজন্যেই বাংলাদেশ পেল বড় স্কোর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতির ঠিক আগে প্রথম ইনিংসে ৪৩০ রানে অলআউট হয় বাংলাদেশ।

ভয়েস টিভি/এসএফ

You may also like