Home সারাদেশ মিলন বাহিনীর দাপটে ঘরছাড়া একাধিক পরিবার

মিলন বাহিনীর দাপটে ঘরছাড়া একাধিক পরিবার

by Newsroom
মিলন বাহিনীর

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় মিলন বাহিনীর দাপটে প্রায় দু’বছর ধরে ঘরছাড়া একাধিক পরিবার। এই বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ থাকলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা। স্থানীয়দের অভিযোগ, পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছে মিলন বাহিনী।

স্থানীয়রা জানায়, বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের রতিয়ারাজাপুর গ্রামের চার ভাই মিলন, মনির, নেহারুল ও ছগির। এলাকায় মারামারি, ধর্ষণ, নির্যাতন ও জমি দখলসহ কয়েকটি মামলাও রয়েছে এদের বিরুদ্ধে। আর অভিযোগ থাকার পরও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি তাদের।

ধানসাগর ইউনিয়ন পরিষদের সদস্য তালুকদার হুমায়ুন কবির সুমন ভয়েস টেলিভিশনকে জানান, মিলন বাহিনীর নির্যাতনে আমার ওয়ার্ডের ৬-৭টি পরিবার ঘরছাড়া। এ বাহিনীর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। আমি চাই এদেরকে আইনের আওতায় এনে ভুক্তভোগী পরিবারগুলোকে এলাকায় আসার সুযোগ যেনো করে দেওয়া হয়।

ধানসাগর ইউপি চেয়ারম্যান মো. মইনুল ইসলাম টিপ জানিয়েছেন, এ বাহিনী এলাকায় বিভিন্ন অপকর্ম করার পরও আইনশৃংখলাবাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে আব্দুল্লাহ আল সাইদ ভয়েস টেলিভিশনকে জানান, সব ধরণের অপরাধ নির্যাতনের বিরুদ্ধে পুলিশের কঠোর নজরদারি রয়েছে। আমরা অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবো।

এই বাহিনীর সব ধরনের নির্যাতন- অপরাধের বিচার ও উপযুক্ত শাস্তির দাবি এলাকাবাসী।


সম্পাদনা : সুফল/দেলোয়ার

You may also like