Home সারাদেশ সরকারি মূল্যে ৩৭ টাকায় চাল বিক্রি অসম্ভব বলছেন মিল মালিকরা

সরকারি মূল্যে ৩৭ টাকায় চাল বিক্রি অসম্ভব বলছেন মিল মালিকরা

by Newsroom
মিল মালিকরা

আমন ধান ও চাউল সংগ্রহের মৌসুমে ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা মিল মালিক সমিতি।

১২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রণয় পাল, সাতক্ষীরা জেলা সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল গফফার, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সদস্য রফিকুল ইসলাম রফিক,প্রভাষক কামরুজ্জামান ও মাস্টার শফিকুল ইসলাম।

এতে বক্তারা বলেন ধান থেকে এক কেজি চাল তৈরি করতে খরচ হচ্ছে ৪৩ টাকা। প্রতি মৌসুমে প্রত্যেক মিল মালিক ১০-২০ লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হচ্ছে। মিল মালিকরা ঋণে জর্জরিত হয়ে মিলগুলো বন্ধ হওয়ার পথে। মিল বন্ধ হলে শ্রমিরা বেকার হয়ে পড়বে। সরকার যদি আমাদের এই নায্য দাবি পূরণ না করে তাহলে আমাদের পক্ষে সরকারকে চাউল সরবরাহের চুক্তিপত্র স্বাক্ষর করা অসম্ভব হয়ে পড়বে।

তারা আরও জানান, সারাদেশে ১৮ হাজার রাইচ মিল রয়েছে। রাইচ মিলে লেবার শ্রমিকের পরিবারে ৫০ লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় এই কর্মসংস্থান থেকে। করোনাকালীন ও আপদকালীন সময়ে ইরি বোরো মৌসুমে সরকারকে সহযোগিতা করা হয়েছে।  সরকারি খাদ্য গুদামে আপদকালীন মজুদের জন্যে বাজার দর ছাড়াও লোকসান করে কেজি প্রতি ৩-৫ টাকা কম দামে চাউল সরবরাহ করা হয়েছে। সরকারিভাবে মিল মালিকদের আশ্বস্ত করা হয়েছিল আমন মৌসুমে তাদের ক্ষতি পুষিয়ে দেয়া হবে। কিন্তু  এখন মিল মালিকদের রাস্তায় নামতে হয়েছে। সরকার ধানের দাম বেঁধে দিয়েছে ২৬ টাকা ও চালের দাম বেঁধে দিয়েছে ৩৭ টাকা। এ মূল্যে মিল মালিকরা লোকসানে পড়বে।

মানববন্ধনে মিল মালিক সমিতির জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসককের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like