Home খেলার খবর উলভসের বিপক্ষে মিশন শুরু করছে ম্যানসিটি

উলভসের বিপক্ষে মিশন শুরু করছে ম্যানসিটি

by Newsroom
মিশন শুরু

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) মিশন শুরু করছে ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (উলভস)।  মলিনাক্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ২১ সেপ্টেম্বর সোমবার রাত সোয়া একটায়।

সিরিআ’য় আরেক ম্যাচে, রাত পৌনে একটায় রোলোনিয়ার বিপক্ষে লড়বে এসি মিলান।

নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামার আগে অনুশীলনে ম্যানচেস্টার সিটি। সতর্ক কোচ মনোযোগী শিষ্যরাও। প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। গেল মৌসুমে লিগে দু’বারই উলভসের বিপক্ষে জয় ছাড়াই ফিরতে হয়েছিলো সিটিকে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দু’দল মুখোমুখি হয়েছে ১০১ ম্যাচে। এরমধ্যে ৪১ জয় নিয়ে এগিয়ে আছে উলভস। ম্যানচেস্টার সিটির জয় ৩৯ টি ম্যাচে।

তাই বোঝাই যাচ্ছে লিগের শুরুতেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে সিটিকে। সেটা মাথায় রেখেই ছাত্রদের সেরাটা দেয়ার পরামর্শ দিয়েছেন গার্দিওলা। তাই এবার আটঘাট বেঁধে নামছে ম্যানসিটি।

ইনজুরির সঙ্গে করোনাভাইরাসের থাবায় কাবু ম্যানসিটি। দীর্ঘ সময়ের জন্য স্কোয়াডের বাইরে সার্জিও অ্যাগুয়েরো। রিয়াদ মাহরেজকেও নিয়ে আছে শঙ্কা।

ভয়েস টিভি/টিআর

You may also like