Home রাজনীতি নতজানু পররাষ্ট্রনীতির সুযোগ নিচ্ছে মিয়ানমার: ফখরুল

নতজানু পররাষ্ট্রনীতির সুযোগ নিচ্ছে মিয়ানমার: ফখরুল

by Shohag Ferdaus
বিভ্রান্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতি আজ মিয়ানমার সরকারের কাছেও স্পষ্ট। এর পরিপূর্ণ সুযোগ গ্রহণ করেই মূলত মিয়ানমার সেনাবাহিনী সম্পূর্ণ অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে সেনাসমাবেশ করার দুঃসাহস দেখাচ্ছে’

২ অক্টোবর শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সেনা সমাবেশ ও বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব।

তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার বিষয় হওয়া বাঞ্ছনীয় ছিল রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধান। সরকারের সামগ্রিক কার্যকলাপ বিবেচনায় এ ধরনের অগ্রাধিকার সর্বতই অনুপস্থিত।’

মির্জা ফখরুল বলেন, ‘এর বড় প্রমাণ হচ্ছে- এখন পর্যন্ত এই সমস্যার বিষয়টিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী কোনো বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেননি, বিশ্ব সফর করেননি এবং জাতিসংঘে সেইভাবে গুরুত্বসহকারে বিষয়টাকে তুলে ধরতে পারেননি।’

‘আমরা বিশ্বাস করি, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সব স্তরেই ব্যর্থ হচ্ছি। বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির সুযোগে রোহিঙ্গা সমস্যা সমাধান আজ কঠিন থেকে কঠিনতর হচ্ছে।’ যোগ করেন বিএনপি মহাসচিব।

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বিদেশে যেতে চান; সেটা যদি তার পরিবার বা দলের পক্ষ থেকে সরকারের কাছে বলে; সরকার যদি দেয় তাহলে যেতে পারবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like