Home সারাদেশ মুক্তাগাছার ছেলের সঙ্গে তুর্কী মেয়ের বিয়ে

মুক্তাগাছার ছেলের সঙ্গে তুর্কী মেয়ের বিয়ে

by Amir Shohel

দেশের ঐতিহ্যবাহী জমিদারি অঞ্চলখ্যাত মুক্তাগাছায় অটোম্যান সম্রাটের দেশ তুর্কীর (তুরষ্ক) বাসিন্দা আয়শা ওছোতকিন নামের এক মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার দুপুরে মুক্তাগাছা শহরের নন্দিবাড়ি অডিটোরিয়ামে এ বিয়ে হয়। বর মুক্তাগাছা লক্ষীখোলার বাসিন্দা মো. হুমায়ুন কবীর।

তিন ভাইয়ের মধ্যে সবার বড় হুমায়ুন। ২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে লেখাপড়া করতে যান তিনি। ২০১৮ সালে ঐদেশের আনাতোলিয়া শহরের লাইফ হসপিটালে চাকুরির বদৌলতে প্রতিষ্ঠানটির প্রধান হিসাব রক্ষক আয়শা ওছোতকিনের সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

কনে জানান, প্রথমে হুমায়ুনের সাথে বিয়ে মেনে নিতে চাননি। হুমায়ুন আমাকে অনেক ভালবাসে। আমিও তাকে অনেক ভালোবাসি। বড় হিসাবেও ও আমার অনেক পছন্দের। আমার বাবা রাজি ছিলেন না এই সম্পর্কে। ও আমার অনেক কেয়ার করে। তার গুণ বলে শেষ করা যাবে না। আমি ওকে অনেক ভালোবাসি। এক পর্যায়ে বাবাসহ পরিবারের সবাইকে বোঝাতে সক্ষম হই ।

বর হুমায়ুন বলেন, ভালো একজন স্ত্রী পেয়েছি। তাকে নিয়ে সুখে থাকতে চাই।

ভয়েসটিভি/এএস

You may also like