Home সারাদেশ মুক্তিপণের টাকা না পেয়ে শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রকে হত্যা

মুক্তিপণের টাকা না পেয়ে শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রকে হত্যা

by Newsroom
মুক্তিপণের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অপহরণ পর দাবিকৃত মুক্তিপণের টাকা না পেয়ে তানভীর (১৬) নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে তিন যুবক। ২৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১টার দিকে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তানভীর উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের ফারুখ মিয়ার ছেলে ও আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি রোববার রাত ৮টার দিকে তানভীরকে অপহরণ করেন একই গ্রামের জলিল মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৪), সৈয়দ আলীর ছেলে উজ্জ্বল মিয়া (২২) ও মলাই মিয়ার ছেলে শান্ত মিয়া (১৮)।

অপহরণ করে তানভীরের বাবা ফারুক মিয়ার কাছে ফোনে মুক্তিপণ বাবদ ৮০ লাখ টাকা দাবি করেন তারা। ফোন পেয়ে ঘটনাটি সঙ্গে সঙ্গে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানায় তানভীরের পরিবার।

পুলিশ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে রোববার রাতেই জাহেদ ও শান্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের মাস্টার মাইন্ড উজ্জ্বলকে মঙ্গলবার সকালে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটকদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার দুপুর ১টার দিকে অপহরণকারী উজ্জ্বলের পুকুর থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার অভিযানে ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ।

তানভীরকে গলায় ফাঁস ও বুকে ছুরি মেরে হত্যা করে বলে স্বীকারোক্তি দেয় ওই তিন অপহরণকারী।

শায়েস্তাগঞ্জ থানার অভিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা ওই ছেলেটিকে হত্যা করে। পরে মরদেহ গুম করার জন্যে তারা পুকুরে ফেলে দেয়। আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ করায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আরও পড়ুন : মুঠোফোনে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হত্যার অভিযোগ

ভয়েস টিভি/এমএইচ

You may also like