Home সারাদেশ মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলার সম্পাদক আর নেই

মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলার সম্পাদক আর নেই

by Newsroom
ওয়ালিউল বারী চৌধুরী

কুষ্টিয়া : না ফেরার দেশে পাড়ি জমালেন কুষ্টিয়ার কিংবদন্তি সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী। শনিবার ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় কুষ্টিয়ার চৌধুরী কওছেরউদ্দিন আহমেদ সড়কে তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

“একজন নির্ভিক সাংবাদিকের কোন বন্ধু নেই” এটাই ছিল তাঁর সাংবাদিকতার আদর্শ। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাঁর মৃত্যুর মধ্যদিয়ে অত্যাচার অনিয়ম অধিকার আদায়ের একজন বলিষ্ঠ নক্ষত্রে অস্ত গেলো।

যার যাত্রা শুরু হয়েছিল ‘weekly East Pakistan’ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে, ১৯৬৪ সালে সাপ্তাহিক ‘মশাল’ পত্রিকার সম্পাদক, স্বাধীনতা যুদ্ধকালীন মুক্তাঙ্গন থেকে প্রথম প্রকাশিত সংবাদপত্র ‘স্বাধীন বাংলা’ পত্রিকার সম্পাদক, স্বাধীনতার পর তাঁর সম্পাদনায় মাসিক পত্রিকা ‘ইস্পাত’ যা ১৯৭৫ সালে সাপ্তাহিক ইস্পাত।

খুলনা বিভাগের একমাত্র পত্রিকা হিসেবে ‘ইস্পাত’ তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই পত্রিকাটির পরিচয় বহন করেছেন।

কুষ্টিয়ার প্রায় সবকটি সামাজিক প্রতিষ্ঠানের আজীবন সদস্য তিনি। রেডক্রিসেন্ট, শিশু হাসপাতাল, লালন একাডেমি, শিল্পকলা একাডেমি, এপেক্স ইন্টারন্যাশনাল ক্লাব, কমিশনার বাংলাদেশ স্কাউট, ছাত্র কল্যাণ ফাউন্ডেশন, কুষ্টিয়া প্রেসক্লাবসহ আরো অনেক সংগঠন।

তিনি দেশে বিদেশে সম্মাননায় ভূষিত হয়েছেন। বিভিন্ন সামাজিক জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের আমন্ত্রণে তিনি পৃথিবীর ২৭ টি দেশ সফর করেছেন।

আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর নামাজে জানাযা ২৬ জুলাই রোববার সকাল ১১ টায় কুষ্টিয়া পৌর গোরস্তান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ

You may also like