Home শিক্ষাঙ্গন ৭১’র পরাজিত শক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

৭১’র পরাজিত শক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

by Shohag Ferdaus
মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এদেশের মানুষের অধিকারের কথা বললে এক ধরনের লোক আছে যারা ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়। তারা ধর্মের অপব্যাখ্যা দেয়, এরা খারিজি সম্প্রদায়ের এবং ইসলাম থেকে এরা বিচ্যুত। একাত্তরের পরাজিত শক্তি আজ ছোবল মারার জন্য মাথা তুলে দাঁড়িয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

১৬ ডিসেম্বর বুধবার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আজকে দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি, বাংলাদেশ যখন জাতিসংঘের মূল্যায়নে ও সারা পৃথিবীর মূল্যায়নে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার জন্য হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাবে এটা তারা মেনে নিতে পারছে না বলেই আজ তারা মিথ্যা ধর্মের দোহাই দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ৭২ এর সংবিধানকে পুনরায় চালু করেছেন, পুনপ্রবর্তন করেছেন। দেশ আজ এগিয়ে যাচ্ছে। সত্তরের মতো আবারও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে আমরা নির্মূল করে বাংলাদেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ব, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করব। আজকের বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গিকার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য প্রদান করেন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২০ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন: ইবির ভাস্কর্যে ৭১’র স্মৃতি

ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মো. মোর্শেদুর রহমান, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির সভাপতি মোফাজ্জেল হোসেন (লাল) এবং সাধারণ কর্মচারী সমিতির সভাপতি মো. আতিয়ার রহমান বক্তব্য দেন।

আরও পড়ুন: ‘বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়; ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না’

ভয়েস টিভি/এসএফ

You may also like