জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৭ জন বীর মুক্তিযোদ্ধার নামে পাবনা পৌর এলাকার সাতটি সড়কের নামকরণ করা হয়েছে। পাবনা পৌরসভার উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই নামকরণ করা হয়।
১৭ অক্টোবর শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ সাধন সড়কের উদ্বোধন করেন তার ছোট ভাই শাহনেওয়াজ স্বপন, বীরমুক্তিযোদ্ধা রেজাউল হক রেজা সড়কের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস শরীফ সড়কের উদ্বোধন করেন তার স্ত্রী নাজনিন ইসলাম চিনু।
পৃথক আনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব বাবলু সড়ক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রেজা সড়ক, বীর মুক্তিযোদ্ধা বৈরাম খান সড়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ রাশু সড়ক উদ্বোধন করেন তাদের স্বজনরা।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পৌরসভার প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু, ছাত্রনেতা শেখ রনি।
ভয়েস টিভি/এসএফ