Home খেলার খবর নেশন্স লিগ ফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন

নেশন্স লিগ ফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন

by Imtiaz Ahmed

উয়েফা নেশন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন-ফ্রান্স। দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচটি হবে মিলানের সান সিরো স্টেডিয়ামে।

ম্যাচটি শুরু হবে রাত পৌনে ১টায়। আর তৃতীয় স্থান নির্ধারনীতে সন্ধ্যা ৭টায় ইতালি লড়বে বেলজিয়ামের বিপক্ষে।

পঞ্চান্ন দেশের সংখ্যাটা এখন দুইয়ে নেমে এসেছে। স্পেন-ফ্রান্সের লড়াইয়ে পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আর কয়েক ঘন্টা পর। মিলানের সান সিরো প্রস্তুত উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসরের ফাইনাল আয়োজনে।

৯ বছর পর কোন ইউরোপিয়ান শিরোপা জয়ের হাতছানি স্পেনের। সেই গুরু দায়িত্ব তরুণ এক দলের কাঁধে। তবে আগের ম্যাচের জয়ের নায়ক ফেরান তরেস ইনজুরিতে। অবশ্য তাকে পেতে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবেন কোচ লু্‌ইস এনরিকে।

পরিসংখ্যান লা ফিউরিদের পক্ষে। ৩৫ মুখোমুখিতে ১৬ জয় স্পেনের, ফ্রান্সের ১২ টি। লেস ব্লুদের বিপক্ষে শেষ সাত ম্যাচে পাঁচটিতেই জয় এনরিকে শিষ্যদের।

অবশ্য স্পেন বস ঠিকই সমীহ করছেন প্রতিপক্ষে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সময়ের সেরা দল দাবি করে জানিয়েছেন, দলগতভাবে খেললে জয় পাওয়াটা কঠিন হবে না।

লুইস এনরিকে বলেন, ‘আমার মতে এই মুহুর্তে বিশ্বের সেরা দল ফ্রান্স। তাদের ফুটবলাররা সেরা ক্লাব গুলোতে খেলে। তবে আমরা যদি দল হিসেবে খেলি জয়টা কঠিন হবে না।’

এদিকে করোনা আক্রান্ত মিডফিল্ডার আঁদ্র্রিও হাবিওকে পাচ্ছেন না কোচ দিদিয়ের দেশম। য়্যুভেন্তাস তারকা আছেন আইসোলেসশনে। তাকে না পেলেও জাতীয় দলের জার্সিতে শততম ম্যাচটা রাঙিয়ে রাখতে চান আঁতোয়া গ্রিয়েজম্যান। আক্রমণে তার সঙ্গী আরও দুই তারকা কিলিয়ান এমবাপ্পে-কারিম বেনজামা।

ফাইনাল নিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, ‘বল নিজেদের দখলে রাখা স্পেনের ডিএনএতে। তবে আমাদের অনেক অভিজ্ঞ ফুটবলার আছে। যদি তারা তা কাজে লাগাতে পারে, তাহলে শিরোপা আমাদের।’

উয়েফা নেশন্স লিগের প্রথম আসরের শিরোপা ছিলো পর্তুগালের। এবার ফ্রান্স-স্পেন দুই দলেরই প্রথম ফাইনাল এটা।

You may also like