Home সারাদেশ মুন্সিগঞ্জে অস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক ৪

মুন্সিগঞ্জে অস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক ৪

by Newsroom
মুন্সিগঞ্জে

মুন্সিগঞ্জে অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা। ৬ই সেপ্টেম্বর রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, ৫ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযান পরিচালিত করা হয়। এ সময় পৃথকস্থানে চারটি অভিযান পরিচালনা করে ৫৪৫ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও তিন রাউন্ড কার্তুজসহ ৪ জনকে আটক করা হয়েছে।

মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আটপাড়া গ্রামে অভিযান চালিয়ে পলাশ বেপারি (৩৩) ও মোঃ পলাশ শেখকে (৩৫) ৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক পলাশ বেপারির বাড়ি থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড কার্তুজ, পাচ রাউন্ড গুলি এবং তিনটি খালি ম্যাগজিন আটক করা হয় বলে জানায় পুলিশ।

মোজাম্মেল হক আরও জানায়, পূর্ব দেওসার গ্রামে অভিযান চালিয়ে মোঃ সোহেল মোল্লাকে(৩১) ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এছাড়া সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রাম থেকে মোঃ রুবেল শেখকে (৩২) ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

সদর থানায় তিনটি এবং সিরাজদিখান থানায় একটি সহ মোট চারটি মামলা রুজু করা হয়েছে বলেও জানায় মুন্সিগঞ্জ ডিবি পুলিশের এই কর্মকর্তা।

ভয়েস টিভি/টিআর

You may also like