Home খেলার খবর দিল্লিকে হারিয়ে ফাইনালে মুম্বাই

দিল্লিকে হারিয়ে ফাইনালে মুম্বাই

by Shohag Ferdaus
মুম্বাই

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স খেললেই যেন ফাইনাল অবধারিত। সে হিসেবেই যেন আবার ফাইনালে পৌঁছে গেলো বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেলো তারা। তবে দিল্লির সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তারা আরও একবার সুযোগ পাবে ফাইনালে যাওয়ার।

হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিং এবং জসপ্রিত বুমরাহর বিধ্বংসী, ভয়ঙ্কর বোলিং দিল্লির এ যাত্রায় বাধ সাধলো। বুমরাহ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। এতেই ১৪৩ রানেই থামে দিল্লির ইনিংস। আর এ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছিল স্রেয়াশ আয়াররা।

জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই কোমর ভেঙে যায় দিল্লি ক্যাপিটালসের। কোনো রান না করেই বিদায় নেন দলের সেরা তিন ব্যাটসম্যান পৃত্থি শ’ শিখর ধাওয়ান এবং আজিঙ্কা রাহানে। রানের খাতা খোলার আগেই তিনজন নেই।

মিডল অর্ডারে মার্কাস স্টোইনিজ ঘুরে না দাঁড়ালে তো ১০০’ও করতে পারতো না দিল্লি। ৪৬ বলে ৬৫ রান করেন তিনি। শেষ দিকে অক্ষর প্যাটেল করেন ৩৩ বলে ৪২ রান। কাগিসো রাবাদা করেন ১৫ রান। তাতেও কোনো লাভ হয়নি। ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে সক্ষম হয় দিল্লি।

বুমরাহর ৪ উইকেট ছাড়াও ২ উইকেট নেন ট্রেন্টন বোল্ট, ১টি করে নেন হার্দিক পান্ডিয়া এবং কাইরন পোলার্ড।

ভয়েস টিভি/এসএফ

You may also like