Home বিনোদন বেঁচে থাকলে আজ ৮৮ বছরে পা রাখতেন মুর্তজা বশীর

বেঁচে থাকলে আজ ৮৮ বছরে পা রাখতেন মুর্তজা বশীর

by Newsroom

ঢাকা: সদ্যপ্রয়াত চিত্রশিল্পী ও ভাষাসংগ্রামী মুর্তজা বশীরের জন্মদিন আজ। আধুনিক চিত্রশিল্পীদের অন্যতম মুর্তজা বশীর অতীত হয়েছেন মাত্র দুই দিন আগে। বেঁচে থাকলে আজ ৮৮ বছরে পা রাখতেন এই ভাষাসৈনিক।

শিল্পী মুর্তজা বশীর ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকার রমনায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ্।

মুর্তজা বশীরের বড় মেয়ে মুনীরা বশীর জানায়, আজ তিনি নিজে রান্না করে ১০০ সুবিধাবঞ্চিতদের মধ্যে তা বিতরণ করবেন। বাদ আসর পারিবারিকভাবেই তাঁরা দোয়া করবেন। এছাড়া বাবার জন্মদিন উপলক্ষে আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

মুনীরা বশীর আরও জানান, শিল্পী মুর্তজা বশীর যে ফ্ল্যাটে থাকতেন, সেটিকে স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণেরও সিদ্ধান্ত নিয়েছে। এখানে তাঁর শিল্পকর্ম, গ্রন্থ এবং তথ্য–উপাত্ত থাকবে।

ঢাকা আর্ট কলেজের ছাত্র ছিলেন মুর্তজা বশীর। তিনি বগুড়ায় ভাষা আন্দোলনের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে ১৯৫০ সালে গ্রেপ্তার হয়ে পাঁচ মাস কারাভোগ করেন। তিনি ভাষা আন্দোলনের জন্য অনেক কার্টুন ও ফেস্টুন এঁকেছেন। মুর্তজা বশীরের চিত্রকলায় নাগরিক জীবন থেকে বেশি এসেছে গ্রামীণ জীবনের কথা।

১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় স্বাধীনতার দাবিতে আয়োজিত বাংলাদেশ চারু ও কারুশিল্পীদের মিছিলের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

মুর্তজা বশীর ছিলেন একাধারে কবি, গল্পকার ও ঔপন্যাসিক। ১৯৭৯ সালে প্রকাশিত হয়েছে তার লেখা উপন্যাস ‘আলট্রামেরিন’। চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলেন এই শিল্পী। টেরাকোটা, মুদ্রা ও শিলালিপি নিয়েও গবেষণা করেছেন।

চিত্রকলায় অবদান রাখায় ১৯৮০ সালে একুশে পদক, ২০১৯ সালে স্বাধীনতা পদকসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন গুনী এই শিল্পী।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like