Home খেলার খবর আমার কাছে দেশই বড়: মুস্তাফিজ

আমার কাছে দেশই বড়: মুস্তাফিজ

by Imtiaz Ahmed

ভারতীয় ক্রিকেট লিগ আইপিএলের জন্য দেশের হয়ে টেস্টে থাকছেন না সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলাকালীন আইপিএল খেলবেন দেশসেরা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে আইপিএলে সুযোগ পেয়েছেন আরেক বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলের চেয়ে দেশের খেলাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। দেশের হয়ে খেলাই মুস্তাফিজের কাছে সবার আগে–নিউজিল্যান্ড সফরের জন্য দেশ ছাড়ার আগে এমনটাই জানালেন বাঁ-হাতি পেসার।

এক কোটি রুপিতে মুস্তাফিজকে কিনেছে রাজস্থান রয়্যালস। তবে এখন পর্যন্ত আইপিএলের জন্য ছুটির আবেদন করেননি তিনি। আসন্ন শ্রীলঙ্কা সফরে বিসিবি যদি তাঁকে টেস্ট দলে রাখে তাহলে দেশের জার্সিতে খেলবেন মুস্তাফিজ। যদি দলে না রাখা হয় তাহলে, আইপিএল খেলার অনুমতি পেলে যাবেন ভারতে। অর্থাৎ সবকিছু তিনি বিসিবির সিদ্ধান্তের উপরই ঠেলে দিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে নিউজিল্যান্ড সফরের জন্য দেশ ছাড়ছে বাংলাদেশ দল। মিরপুরের একাডেমি থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে আইপিএল খেলা নিয়ে নিজের মতামত স্পষ্ট করে গেলেন মুস্তাফিজ।

মুস্তাফিজ বলেন, ‘সবার আগে আমার দেশ। শ্রীলঙ্কা টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে আমি নেই। তখন আমি বিসিবিকে বলব। বিসিবি যদি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএল খেলব। তবে সবার আগে দেশপ্রেম। দেশের বা আইপিএল খেলার বিষয়ে অন্য কোনো চাপ নেই।’

ভয়েস টিভি/আইএ

You may also like