Home সারাদেশ মাছ ধরতে গিয়ে মৃগী রোগীর মৃত্যু

মাছ ধরতে গিয়ে মৃগী রোগীর মৃত্যু

by Shohag Ferdaus
মৃগী

ময়মনসিংহের ভালুকায় খালে বরশি দিয়ে মাছ ধরার সময় পানিতে পড়ে জসিম মিয়া (২৫) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। সে জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খালের পানি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, জসিম হবিরবাড়ী ইউনিয়নের আরিফ মিলের ৪ নম্বর গেট সংলগ্ন আবুল কালামের বাসায় ভাড়া থাকত। মায়ের মসজিদ এলাকায় এস.এম.সি ফ্যাক্টরি সংলগ্ন ব্রিজের পূর্বপাশে আমতলি বিলাইজুরিতে একটি খাল রয়েছে। সেখানে সকাল ১০টার দিকে মাছ মারার উদ্দেশে বাসা থেকে বরশি নিয়ে যায় জসিম। খালে মাছ ধরার সময় হঠাৎ মৃগী রোগ উঠলে পানিতে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খালের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, নিহত জসিমের মৃগী রোগ থাকায় পানিতে পড়ে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like