Home অপরাধ লজ্জায় বিউটির আত্মহত্যা, মৃত্যুঞ্জয় গ্রেপ্তার

লজ্জায় বিউটির আত্মহত্যা, মৃত্যুঞ্জয় গ্রেপ্তার

by Newsroom
মৃত্যুঞ্জয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার পর লজ্জায় সাতক্ষীরার তালায় বিউটি মন্ডল নামে এক শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত মৃত্যুঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

১২ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মৃত্যুঞ্জয় রায় উপজেলার কলাগাছি গ্রামের জগদীশ রায়ের ছেলে। বিউটি মন্ডল (১৬) একই গ্রামের নিতাই মন্ডলের মেয়ে। সে সদ্য মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির অপেক্ষায় ছিল।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ায় অপমানে ও লজ্জায় গত ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিউটি মন্ডল নামের এক শিক্ষার্থী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি বলেন, এ ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা দিপংকর মন্ডল বাদী হয়ে মৃত্যুঞ্জয়কে আসামী করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মৃত্যুঞ্জয়কে গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে পুলিশ। অবশেষে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, বিউটি মন্ডলের চাচা দিপংকর মন্ডল ঘটনার দিন জানিয়েছিলেন, মৃত্যুঞ্জয় দীর্ঘদিন ধরে বিউটিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিউটি রাজি না হওয়ায় অশ্লিল ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিতে থাকে।

গত এক সপ্তাহ আগে অন্য মেয়ের নগ্ন ছবি এডিট করে তাতে বিউটির মুখ জুড়ে দিয়ে একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রোববার তালা থানায় লিখিত অভিযোগ দেয় বিউটির বাবা। এর তিনদিনের মাথায় অপমানে ও লজ্জায় বিউটি আত্মহত্যা করে।

ভয়েস টিভি/টিআর

You may also like