Home সারাদেশ শ্রীবরদীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

শ্রীবরদীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

by Newsroom

শেরপুরের শ্রীবরদীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার সকালে পৌর শহরের পোড়াগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

আসামিরা হলেন ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের আবু জাফর ওরফে সুরুজ মিয়ার ছেলে আল আমিন (৪০) ও মৃত আব্দুস ছাত্তারের ছেলে দুদু মিয়া (৬০)।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে গ্রেফতার আল আমিন ও দুদু মিয়াসহ অন্য আসামিরা ২০০৬ সালের ৮ মে ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে (১৫) হত্যা করেন। এ ঘটনায় নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন।

পরে ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত মামলার রায়ে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। কিন্তু আল আমিন ও দুদু মিয়া ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

এরপর আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে শ্রীবরদী থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, গ্রেফতারদের আদাালতে সোপর্দ করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like