Home সারাদেশ কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

by Newsroom
মুদি দোকানি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৃষক আশিদ মিয়া হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এতে জড়িত আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় প্রদান করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল ওয়াহাব ও মারফত আলীকে এক লাখ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামি আবু জাহের ও নজরুল ইসলামকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৩০ অক্টোবর তুচ্ছ ঘটনায় তাড়াইল উপজেলার খাগাটিয়া বটতলা গ্রামের তালে নেওয়াজ খাঁ ওরফে রেজু মিয়ার ছেলে কৃষক আশিদ মিয়াকে পিটিয়ে হত্যা করে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন।

ঘটনার পরদিন নিহতের ভাই আনিছ মিয়া বাদী হয়ে পাঁচজনের নামে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন : কৃষক খুনের মামলায় এক জনের ফাঁসি এবং পাঁচ জনের যাবজ্জীবন

পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like