Home সারাদেশ নাটোরে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

নাটোরে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

by Shohag Ferdaus
স্বামীর

নাটোরে যৌতুকের দাবিতে গৃহবধূ ফাতেমা খাতুন হত্যা মামলায় স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. ইমদাদুল হক এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে।

সূত্র জানায়, ২০১৭ সালের ২৭ জুন রুবেল ও ফাতেমার বিয়ে হয়। বিয়ের এক মাসের মাথায় দুই লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ ফাতেমাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো শুরু করেন রুবেল। এক পর্যায়ে ওই বছরের ২৬ সেপ্টেম্বর রাতে রুবেল তার সহযোগীদের সহায়তায় ফাতেমাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।

এই ঘটনায় নিহতের বোন আকলিমা মামলা দায়ের করলে স্বাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রুবেলকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like