জীবিত শিশুকে মৃত সনদ দেয়ায় চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ছিলো না বলে দাবি করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
মঙ্গলবার দুপুরে, সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক জানান, চিকিৎসকদের চেষ্টার ত্রুটি ছিলো না। তবে তাদের কিছুটা ব্যর্থতা রয়েছে। এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এজন্য কিছু সুপারিশও দেয়া হয়েছে।
‘সেই ধারাবাহিকতায় পরবর্তি সময়গুলোতে চিকিৎসকরা কাজ করবেন। যারা এই সময়ে কাজ করেছে তারা হয়তো অভিজ্ঞ নয়। তবে তার দায়িত্বে কোনো অবহেলা ছিলো না বলে দাবি করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।’
গত ১৬ই অক্টোবর শুক্রবার ভোরে শাহেনূর বেগম শিশু মরিয়মকে জন্ম দেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর দাফনের উদ্দেশ্যে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কবর খোঁড়ার সময় শিশুটি প্রথমে নড়াচড়া করে এবং কেঁদে ওঠে। তখন আবার তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগেও ২০১৫ সালে ঢামেক হাসপাতালে মৃত ঘোষণার পর দাফনের আগে নবজাতকের নড়ে ওঠার ঘটনা ঘটেছিল।
ভয়েস টিভি/টিআর