মৃদু শৈত্যপ্রবাহে কারণে দুর্ভোগে পুরো কুড়িগ্রাম। ০১ ফেব্রুয়ারি সোমবার এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে যা আগামী আরও কয়েকদিন থাকতে পারে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে আবারো বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা। রাত থেকে বৃষ্টি ফোঁটার মতো কুয়াশা ঝরে পড়ায় বেড়ে গেছে কনকনে ঠান্ডার মাত্রাও।
দিনের বেলায়ও ঘন কুয়াশায় ঢেকে আছে প্রকৃতি। কনকনে ঠান্ডা উপেক্ষা করে শ্রমিকরা কাজে যেতে না পারায় ব্যহত হয়ে পড়েছে বোরো চাষ। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শীতের কবলে দুর্ভোগে রয়েছে দিনমুজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ।এদিকে জেলার হাসপাতাল গুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় ৩৫ জন এবং নিউমোনিয়ায় ১৪ জন রোগী ভর্তি রয়েছে। এদের বেশির ভাগই শিশু।
ভয়েসটিভি/এএস