Home বিশ্ব মেক্সিকোতে করোনা আক্রান্ত ১০ জনে একজনের মৃত্যু

মেক্সিকোতে করোনা আক্রান্ত ১০ জনে একজনের মৃত্যু

by Shohag Ferdaus
১০

গত বছরের নভেম্বরে চীনের উহানে প্রথম করোনাভারাস শনাক্ত হয়। এরপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এ মহামারি। বছরের ব্যবধানে ১৪ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। মেক্সিকোতে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়েছে। দেশটিতে এক লাখ ৩ হাজার ৫৯৭ জনের মৃত্যু হয়েছে। আর মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৭০ হাজার ৪৮৭ জন।

আক্রান্তের দিক দিয়ে দেশটির অবস্থান ১১তম হলেও মৃত্যু বিবেচনায় চতুর্থ। দেশটিতে ১০ শতাংশ করোনা রোগীর মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতি ৯.৬৭ বা প্রায় ১০ জনে এক জন করোনা রোগী মারা গেছে দেশটিতে। আক্রান্ত বিবেচনায় শতাংশের হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মেক্সিকোতে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে ইতালিতে এখন পর্যন্ত ৫২ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮০ হাজার ৮৭৪ জন। ফ্রান্সে মৃত্যু হয়েছে ৫০ হাজার ৬৫৮ জনের। আর আক্রান্ত হয়েছে ২১‌ লাখ ৭০ হাজার ৯৭ জন।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, ভাইরাসটিতে বিশ্বজুড়ে এ পর্যন্ত ৬ কোটি ৭ লাখ ১৯ হাজার ৯৫৭ জন মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ লাখ ২৬ হাজার ৮২৩ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ৩৯৩ জন।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৬৮ হাজার ২১৯ জনের।

ভয়েস টিভি/এসএফ

You may also like