Home সারাদেশ মেঘনার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেঘনার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

by Shohag Ferdaus
মেঘনার পানি

মেঘনার বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে ভোলার নিচু এলাকা। পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।

১৯ সেপ্টম্বর শনিবার মেঘনার পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে পানি বেড়েছে বলে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে জোয়ারের পানি বিস্তীর্ণ জনপদে প্রবেশ করে ফসলের ক্ষেত, রাস্তা-ঘাট, বসত বাড়ি, পুকুর, ঘের তলিয়ে গেছে। পানিতে দুর্ভোগে পড়েছেন উপকূলের নিচু এলাকার মানুষ।
একের পর এক বন্যায় দিশেহারা হয়ে পড়েছেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা।

ভয়েস টিভি/এসএফ

You may also like