Home সারাদেশ মেঘনার পানি বিপৎসীমার ওপরে

মেঘনার পানি বিপৎসীমার ওপরে

by Newsroom

ভোলায় মেঘনার পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে নদীর পানি বৃদ্ধি হয় তলিয়ে গেছে বাঁধের বাইরের নিচু এলাকা। অন্যদিকে টানা বর্ষণে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

২৩ অক্টোবর শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মেঘনার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসত ঘর ও পুকুর ঘেরসহ বিভিন্ন স্থাপনা।

এছাড়াও গত ২৪ ঘন্টায় পুরো জেলায় ১৭৪ মিলিমটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এতে ফসলী জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: জোয়ারে প্লাবিত ভোলার নিচু এলাকা, ঝুঁকিতে শহর রক্ষা বাঁধ

ভোলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান জানান, নিম্নচাপের কারণে মেঘনার পানি বেড়েছে। এতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এ অবস্থা আরো দু’দিন থাকতে পারে।

এদিকে নৌ বন্দর সূত্রে জানা গেছে বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই জেলার সব রুটে লঞ্চ ও ফেরী চলাচল বন্ধ রয়েছে। এতে ভোলার সাথে অন্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like