Home ভিডিও সংবাদ মেঘনা-ডাকাতিয়ার পানি বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেঘনা-ডাকাতিয়ার পানি বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

by Amir Shohel
মেঘনা-ডাকাতিয়া নদী

চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ত্রি-নদীর মোহনায় পানি বৃদ্ধি পেয়েছে।

৭ জুলাই মঙ্গলবার মেঘনা-ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে সোমবার ৩৯ সেন্টিমিটার, রবিবার ৩৫ সেন্টিমিটার ও শনিবার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, কয়েকদিন যাবত অব্যাহতভাবে পানি বৃদ্ধির কারণে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিচু এলাকায় জোয়ারের সময় প্লাবিত হচ্ছে। এতে করে নদীতীরবর্তী এলাকার মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।

 

সম্পাদনা : আমির

You may also like