Home খেলার খবর মেসির বেতন কাটার ঘোষণা 

মেসির বেতন কাটার ঘোষণা 

by Newsroom
গার্দিওলার

বার্সেলোনার প্রেসিডেন্ট পদপ্রার্থী টনি ফ্রেইক্সা মেসির বেতন কাটার ঘোষণা দিয়েছেন। স্প্যানিস এক সংবাদ মাধ্যম এল কুরুবিতোকে দায়িত্ব পাওয়ারর আগেই ক্লাবের সবচেয়ে বড় এ তারকার এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন।

আগামী বছরের মার্চে হবে বার্সেলোনার প্রেসিডেন্ট পদে নির্বাচন। চার্লস টুসকেটসের নেতৃত্বে এখন অন্তর্বর্তীকালীন বোর্ড চালাচ্ছে বার্সার সব কার্যক্রম। তিনি এরই মধ্যে মেসিকে জানিয়ে দিয়েছেন, বেতন কাটার ক্ষেত্রে বিশ্বসেরা এ ফুটবলারকেও বিশেষ কোন ছাড় দেয়া হবে না।

প্রায় একই সুরে মেসির উদ্দেশ্যে প্রেসিডেন্ট প্রার্থী টনি ফ্রেইক্সা জানান, বার্সেলোনায় থাকতে হলে এবং ক্লাবের ভালোর জন্যে মেসিকে বেতন কাটার সিদ্ধান্ত মানতেই হবে। শুধু মেসি নয়, ক্লাবের সকল সদস্যকেই বেতন কাটার বিষয়ে নমনীয় থাকতে হবে।

গত মাসে সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ পদত্যাগ করার সময় রেখে গিয়েছেন পাহাড়সম ঋণের বোঝা। যা পরিশোধের দায়িত্ব নিতে হবে নতুন বোর্ডকে।

তিনি জানান, বার্সেলোনার জন্যে সেরা সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে আমরা মেসির সঙ্গে শান্তভাবে সামনাসামনি বসে কথা বলব। মেসিসহ ক্লাবের সব সদস্যকে নতুন প্রস্তাব দেয়া হবে, যা তাদের এতদিন ধরে পাওয়া পারিশ্রমিকের সমান হবে না।

এর আগে বার্তেমেউর বার্সেলোনা বোর্ড দায়িত্ব ছাড়ার সময় রেখে গেছে ৭০০ মিলিয়ন ইউরো (প্রায় ৭ হাজার কোটি টাকা) ঋণ। এই ঋণ পরিশোধসহ ক্লাবের আর্থিক অসঙ্গতি দূর করতে ক্লাবের খেলোয়াড় এবং অন্যান্য সদস্যদের বেতন থেকে প্রায় ১ বিলিয়ন ইউরো কেটে নেয়ার পরিকল্পনাই করছে অন্তর্বর্তীকালীন বোর্ড।

এ সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন ফ্রেইক্সা। এছাড়া করোনার কারণে ক্লাবের আয় কমে যাওয়ার বিষয়টি সামনে এনে তিনি বলেন, ক্লাবের আয় অনেক কমে গেছে। ফলে নতুন পথ খুঁজতেই হবে। এখন আর মেসি জয় করা কিংবা তাকে অন্য কিছু দিয়ে পটানোর সুযোগ নেই।

আমি মনে করি মেসির খেলোয়াড়ি জীবনের অনেকটাই এখনও বাকি রয়ে গেছে। বার্সেলোনার ১২১ বছর ইতিহাস রয়েছে। আমরা সামনে এগিয়ে যাবোই।

ভয়েস টিভি/এমএইচ

You may also like