কাতালান ক্লাব বার্সা ছাড়ার ঘোষণা দিয়ে গত কয়েক দিন ধরে শিরোনামে আছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। এদিকে বার্সেলোনার প্রাক মৌসুমের প্রথম দিনের অনুশীলনে যোগ না দিয়ে আবারও শিরোনামে উঠে এসছেন এই ফুটবল জাদুকর।
জোয়ান গ্যাম্পার স্টেডিয়ামের বাইরে বেশ বড়সড় একটা জটলা ছিলো। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের ক্যামেরার পাশাপাশি দাঁড়িয়ে সমর্থকরাও। অপেক্ষা বার্সেলোনার ফুটবলারদের জন্য। এখানেই যে শুরু হবে প্রাক মৌসুমের প্রথম অনুশীলন; রোনাল্ড কোম্যানের কাতালান যাত্রা।
রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারানো বার্সেলোনা আবারও শ্রেষ্ঠত্বের মসনদে বসার লক্ষ্য নিয়ে সোমবার নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন শুরু করেছে বার্সেলোনা। তবে লিওনেল মেসি শূন্য ছিলো অনুশীলনের প্রথম দিন। তাইতো এই সবকিছু ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসি। এ নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এক ভক্ত বলেন, একজন ফুটবল সমর্থক হিসেবে বলছি, আমি চাই মেসি থেকে যাক। এতোগুলো বছর সে আমাদের যে জাদুতে মুগ্ধ করে রেখেছিলো, তা এভাবে শেষ হতে পারে না। তার এবং ক্লাবের সিদ্ধান্তগুলোতে আমরা হতাশ।
আরেকজন বলেন, দেখো, সে আমাদের আইডল। তাকে ছাড়া কাতালান ফুটবল আমরা চিন্তা করতে পারি না। সে আমাদের ফুটবল ঈশ্বর। মেসি, প্লিজ আমাদের কথা ভেবে হলেও থেকে যাও।
তবে, সবাই যে এক বাক্যে মেসিকে সমর্থন করছে তাও কিন্তু নয়। ক্লাবের সঙ্গে চুক্তি থাকা স্বত্বেও, মেসির এহেন কার্যকলাপে অখুশি অনেক সমর্থকরা। তাদের মতে, এতোটা অপেশাদার আচরণ লিও’র কাছ থেকে তারা আশা করে না।
সম্প্রতি আগাম ঘোষণা দিয়েই বার্সার অনুশীলন বর্জন করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। মেসির সাথে দ্বন্দ্ব জড়ানো ক্লাব সভাপতি বার্তোমেউও ছাড় দিতে নাজার।
মেসির করোনা টেস্ট না দেয়া আর অনুশীলন বর্জনে তার বেতন কাটছে কর্তৃপক্ষ। স্প্যানিশ গণমাধ্যমের মতে প্রতিদিন এলএম টেনের ১ লাখ ১০ হাজার ইউরো বেতন কাটছে বার্সা।
ভয়েস টিভি/টিআর