Home সারাদেশ জেলা প্রশাসনের কর্মশালায় মেয়াদোত্তীর্ণ পানীয় দেয়ায় জরিমানা

জেলা প্রশাসনের কর্মশালায় মেয়াদোত্তীর্ণ পানীয় দেয়ায় জরিমানা

by Shohag Ferdaus
পানীয়

পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপি ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সরবরাহ করায় জেনিফার ফুড ভ্যালি নামক একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জরিমানার ২৫ শতাংশ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়েছে।

২৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগের প্রেক্ষিতে শুনানি শেষে এই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

জানা গেছে, গত ২১ ও ২৩ মার্চ পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত দুই দিনের ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সার্কিট হাউজে জেনিফার ফুড ভ্যালি নামক একটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সরবরাহ করে। পরে বিষয়টি একজনের নজরে আসলে ২৪ মার্চ ভুক্তভোগী অভিযোগ করে। পরে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে জেনিফার ফুড ভ্যালিকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, আমরা অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষের উপস্থিতে শুনানি শেষে এই জরিমানা করা হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like