Home জাতীয় যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

by Shohag Ferdaus
দুর্ঘটনায়

রাজধানী যাত্রাবাড়ীর শনির আখড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহীর নাম মাসুদ হোসেন (৪৫)। এ ঘটনায় চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ। ১৯ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর সদর উপজেলার কল্লানদি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুদ। ডেমরার কোনাপাড়ায় বাস করতেন তিনি।

নিহত মাসুদের খালাতো ভাই জসিম উদ্দিন জানান, ধোলাইপাড়ে ইলেক্ট্রিক যন্ত্রাংশের ব্যাবসা রয়েছে তার। সকালে নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, শনির আখড়ার দনিয়া কলেজের সামনে ঠিকানা পরিবহনের একটি বাস পেছন থেকে মাসুদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মাসুদ গুরুতর আহত হয়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে বাসের চালককে। নিহত মাসুদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like