গাইবান্ধায় কয়েক মাসে বেড়ে গেছে মোটরসাইকেল চুরি । গত ছয় মাসের মধ্যে চুরি হয়েছে ৩০ টিরও অধিক মোটরসাইকেল। সিসি টিভির ফুটেজ দেখে চোরচক্রের কয়েক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে উদ্ধারও করা হয়েছে ১৪টি মোটরসাইকেল।
এক বছর আগে গোবিন্দগঞ্জ উপজেলার কালিকাডোবা গ্রামের মমিন মন্ডলের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি হয়। অনেক খুঁজেও পাওয়া যায়নি মোটরসাইকেলটি। পরপর একইভাবে চুরি হয় সুন্দরগঞ্জ উপজেলার অনেকেরই মোটরসাইকেল। শহরের নামি দামি কমিউনিটি সেন্টার , জেলা প্রশাসক কার্যালয়সহ বাসা বাড়ি থেকে চুরি হচ্ছে এই সব মোটর সাইকেল, যা সিসি টিভির ফুটেজে ধরা পড়েছে । এ ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে মোটরসাইকেল চালকরা।
এদিকে পুলিশের সাহায্য নিয়ে উদ্ধার করা হয়েছে ১৪টি মোটরসাইকেল। তার মধ্যে ৫টি মোটরসাইকেল মালিকদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, হারিয়ে যাওয়া সব মোটরসাইকেল উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এই চুরির সাথে জড়িতদের কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী ও চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল মালিকরা।
ভয়েস টিভি/ডিএইচ