Home সারাদেশ চাঁদপুরে মোটর সাইকেল-সিএনজি স্কুটার সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরে মোটর সাইকেল-সিএনজি স্কুটার সংঘর্ষে নিহত ৩

by Newsroom
মোটর সাইকেল

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটর সাইকেল-সিএনজি স্কুটার সংঘর্ষে চালকসহ তিন আরোহী নিহত হয়েছে। ২ নভেম্বর সোমবার দুপুরে ফরিদগঞ্জে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টিএন্ডটি এলাকার পাঠান বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জাহিদ হোসেন (১৮) ও রায়হান (১৭), গুরতর আহত আল-আমিন(১৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ফরিদগঞ্জ ডিশ কর্মচারী জাহিদসহ ৩জন লাইনম্যান মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় চাঁদপুর-ললক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের টিএন্ডটি এলাকার পূর্ব পাশে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি স্কুটারের (গাড়ির নং- চাঁদপুর থ – ১১-১৫৭১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত জাহিদের দুই সহকর্মী রায়হান ও আল-আমিনকে প্রথমে ফরিদগঞ্জ হাসপাতালে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হলে রায়হান নিহত হয়ে এবং ঢাকা নেয়ার পথে আল-আমিনেরও মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজিসহ চালক মনিরকে আটক করা হয়েছে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like