Home বিশ্ব প্রধানমন্ত্রী হয়ে ৫৮ দেশ ভ্রমণ মোদীর

প্রধানমন্ত্রী হয়ে ৫৮ দেশ ভ্রমণ মোদীর

by Shohag Ferdaus
মোদীর

গত পাঁচ বছরে ৫৮ দেশ ভ্রমণ করেছেন ভারতেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ ভ্রমণ বাবদ দেশটির খরচ হয়েছে ৫১৭ কোটি টাকা।
মঙ্গলবার রাজ্যসভায় এই হিসাব তুলে ধরেছে দেশটির বিদেশ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে দেশটির বিদেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ জানান, ২০১৫ থেকে আমেরিকা, রাশিয়া, চিন, জার্মানি, ফ্রান্স, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতসহ মোট ৫৮টি দেশে গিয়েছেন মোদী। এর মধ্যে আমেরিকা, রাশিয়া এবং চিন এই তিন দেশে পাঁচ বার গিয়েছেন। আর এই খাতে সব মিলিয়ে খরচ হয়েছে ৫১৭ কোটি ৮২ লাখ টাকা।

করোনা সঙ্কটের আগে গত বছরের নভেম্বরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে শেষ বিদেশ সফরে ব্রাজিল গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এর ফলে ভারত ব্যবসা-বাণিজ্য, বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও লাভবান হয়েছে বলে মন্তব্য করেন বিদেশ প্রতিমন্ত্রী।

তবে ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ কেন্দ্রের তরফে যে তথ্য দেয়া হয়েছে তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এ বছর মার্চে বাজেট অধিবেশন চলাকালীন মুরলীধরণ জানিয়েছিলেন, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচ হয়েছে ৪৪৬ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে ২০১৫-’১৬ সালে খরচ হয়েছে ১২১ কোটি ৮৫ লাখ টাকা। ২০১৬-১৭ অর্থবছরে ৭৮ কোটি ৫২ লাখ টাকা, ২০১৭-১৮ সালে ৯৯ কোটি টাকা এবং ২০১৯-২০ অর্থবছরে ৪৬ কোটি ২৩ লাখ টাকা। দেশটির প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে স্পষ্ট লেখা রয়েছে যে ২০২০ সালে এক বারও বিদেশ সফরে যাননি প্রধানমন্ত্রী। তা হলে কয়েক মাসের ব্যবধানে খরচ ১২৫ কোটি ৩০ লাখ টাকা বেড়ে গেল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like