Home বিনোদন শরীরের পরিবর্তন শুরু হয়েছে: মোনালি

শরীরের পরিবর্তন শুরু হয়েছে: মোনালি

by Shohag Ferdaus
মোনালি

মোনালি ঠাকুর বলিউড-টলিউডের এই মুহূর্তের প্রথম সারির গায়িকা। নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছেন তিনি। এমনটাই জানা গেছে তার ইনস্টাগ্রাম সূত্রে।

নিজের ইনস্টাগ্রামে জিমের একটি ভিডিও পোস্ট করেছেন মোনালি। ওয়েট লিফটিং করতে দেখা গেছে তাকে। ক্যাপশনে এ গায়িকা লিখেছেন, ‘স্বাস্থ্য এবং শক্তিবৃদ্ধি, কোনো অজুহাত ছাড়াই। অবশেষে নিজের স্বাস্থ্য এবং শক্তি ফিরে পেয়ে আমি উচ্ছ্বসিত। আমার শরীরের পরিবর্তন শুরু হয়েছে, ধীরে হলেও শরীর আমার কথা শুনছে। দুই বছর কোনো ওয়ার্ক আউট নেই এবং যুদ্ধ চলেছে শরীরের সঙ্গে। অবশেষে আশার আলো।’

মোনালি পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। মন্তব্যে প্রিয় গায়িকার জন্য শুভ কামনা জানাচ্ছেন অনেকেই। নেটিজেনরা মোনালির ওয়ার্ক আউটকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। কমেন্টসগুলো থেকে সেটাই ধারণা করা গেছে।

এদিকে, কয়েক মাস আসে বাবাকে হারিয়েছেন এ গায়িকা। বাবার মৃত্যুর খবর শুনে সুইজারল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন। সেসময় কঠিন সময় পার করেছিলেন মোনালি ঠাকুর। স্ট্রেস কমিয়ে নিজেকে ফিট রাখতে জিমে ঘাম ঝরাচ্ছেন মোনালি। মাঝেমধ্যে সালসা নাচেও দেখা গেছে তাকে।

ভয়েস টিভি/এসএফ

You may also like