Home অপরাধ মোবাইল চোর সিন্ডিকেটের ৪ সদস্য আটক

মোবাইল চোর সিন্ডিকেটের ৪ সদস্য আটক

by Amir Shohel

আশুলিয়া থেকে ৬৮টি চোরাই মোবাইলসহ মোবাইল চোর সিন্ডিকেটের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

২০ সেপ্টেম্বর রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় র‌্যাব-৪ এর সিপিসি দুই এর কোম্পানী কমান্ডার জমির উদ্দিন আহমেদ।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মোবাইলের মধ্যে ৩৩টি স্মার্ট ফোন এবং বাকী ৩৫টি ফিচার ফোন রয়েছে রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মোবাইল চোর সিন্ডিটেকের সক্রিয় সদস্যরা বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে।

এসময় মোবাইল চোর সিন্ডিকেটের সক্রিয় ৪ সদস্য আবুল কালাম, মহসিন আলী, সোহেল রানা এবং সুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাইকৃত ৩৩টি স্মার্ট ফোন ও ৩৫টি ফিচার ফোনসহ মোট ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে র‌্যাব বলছে- এই চক্রের বাকি সদস্যদের আটক করতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভয়েসটিভি/এএস

You may also like