Home প্রযুক্তি ২০২০ সাল মোবাইল বাজারের জন্য মাইলফলক!

২০২০ সাল মোবাইল বাজারের জন্য মাইলফলক!

by Newsroom
মোবাইল বাজারের

মোবাইল বাজারের জন্য ২০২০ সাল মাইলফলক হয়ে থাকবে। চলতিবছর বিশ্বে সক্রিয় স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৩ দশমিক ৫ বিলিয়নে উন্নীত হবে। যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ।

গ্লোবাল মোবাইল মার্কেটের প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। করোনাভাইরাসের কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বাজারে ধস নামে। লকডাউন শিথিলের সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে থাকে স্মার্টফোন বাজার।

বাজার গবেষণা প্রতিষ্ঠান নিউজু বৈশ্বিক মোবাইল বাজার নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলছে একই কথা।

তাদের প্রতিবেদনে বলছে,  ২০২০ সালেই বিশ্বের প্রায় অর্ধেক মানুষের হাতে স্মার্টফোন পৌছে যাবে। চলতি বছর স্মার্টফোন ব্যবহারকারীদের এক-চতুর্থাংশের বেশি চীনের নাগরিক।

ইন্টারনেট অবকাঠামো উন্নতির কারণে মধ্য-দক্ষিণ এশিয়া, সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার মতো অঞ্চলে স্মার্টফোনের ব্যবহার বাড়বে বলেও নিউজু বৈশ্বিক মোবাইল বাজারের প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছরের শেষের দিকে ২শ’ মিলিয়ন সক্রিয় স্মার্টফোন ৫-জি ব্যবহারে প্রস্তত হবে। যা বিশ্বে সংক্রিয় স্মার্টফোনের পাঁচ শতাংশ।

এছাড়া, ২০২৩ সাল নাগাদ ফাইভ জি ব্যবহারে উপযুক্ত স্মার্টফোনের সংখ্যা বেড়ে দাড়াবে চার দশমিক আট বিলিয়নে। যা মোট সংখ্যার ৪২ দশমিক সাত শতাংশ।

চলতি বছর মোবাইল গেমারের সংখ্যা বেড়ে দাঁড়াবে দুই দশমিক পাঁচ বিলিয়নে। একইসঙ্গে এ বছর মোবাইল গেমিং খাত থেকে আয় বেড়ে দাঁড়াবে ৭৭ দশমিক ২ বিলিয়ন ডলার।

২০২৩ সাল নাগাদ এই আয় একশ’ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে নিউজু।

ভয়েস টিভি/টিআর

You may also like