Home সারাদেশ ভোলায় ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার, দুই এজেন্ট আটক

ভোলায় ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার, দুই এজেন্ট আটক

by Shohag Ferdaus
ভোলা

ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ করা হয়েছে।

এদিকে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অভিযোগে দুই এজেন্টকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, স্টাইকিং ফোর্সের টহল অব্যাহত রয়েছে।

এদিকে দুই পৌরসভার ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি ভোট কেন্দ্রেকে অধিক ঝূকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। যারমধ্যে দৌলতখানে ৪টি ও বোরহানউদ্দিনে ৪টি।

সুত্র জানিয়েছে. ভোলার বেরহানউদ্দিন ও দৌলতখান এ দুই পৌরসভায় ৫ মেয়রসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১ জন প্রার্থী। যার মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫।

নির্বাচনী এলাকায় প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৪ স্তরের নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে।

আরও পড়ুন: ইলিশ শিকারের দায়ে ১৩ জেলের জেল-জরিমানা

আরও পড়ুন: ফেনীতে বিএনপিসহ ২ কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা

ভয়েস টিভি/এসএফ

You may also like