Home জাতীয় মোবাইল অপারেটরদের ভ্যাট কমানোর ঘোষণা দিয়েছে এনবিআর

মোবাইল অপারেটরদের ভ্যাট কমানোর ঘোষণা দিয়েছে এনবিআর

by Newsroom

মোবাইল ফোন অপারেটরদের ভ্যাট কমানোর ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফোরজি লাইসেন্স ইস্যু, নবায়ন বা স্পেকট্রাম ফি‘র উপর ধার্যকৃত ভ্যাটের সাড়ে সাত শতাংশ কমানো হয়েছে। যা ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার এনবিআর জারিকৃত এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয় বলে নিশ্চিত করেন এনবিআর’র সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন।

রাজস্ব বোর্ডের মুসক নীতি বিভাগের প্রথম সচিব কাজী ফরিদ উদ্দিন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, জনস্বার্থে বিটিআরসি কর্তৃক মোবাইল অপারেটরদের অনুকুলে ফোরজি লাইসেন্স ইস্যু বা নবায়নের ক্ষেত্রে বিটিআরসি কর্তৃক প্রাপ্ত বা প্রাপ্য লাইসেন্স বা টেকনোলজি নিউট্রালিটি ফি (২জি ও ৩জি লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলেও) বা স্পেকট্রাম ফি বাবদ নির্ধারিত অর্থের উপর মূল্য সংযোজন করের পরিমাণ হ্রাস করা সমীচীন।

জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১২৬ এর উপধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে ফোরজি লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বিটিআরসি কর্তৃক প্রাপ্ত লাইসেন্স বা স্পেকট্রাম ফি বাবদ নির্ধারিত অর্থের ওপর সাড়ে সাত শতাংশের অতিরিক্ত মুল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এখন থেকে মোবাইল অপারেটরদের এসব সেবা পাওয়ার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ভ্যাট দিতে হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like