2
দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি নির্যাতনের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
এসময় দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবি জানান নেতা-কর্মীরা। তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে ধর্ষকের ঠাঁই নেই। ধর্ষক যে দলেরই হোক আমরা তার সুষ্ঠু বিচার চাই।
কর্মসূচিতে শাখা ছাত্রলীগ নেতা আলামিন জোয়ার্দার, বিপুল হোসেন খান, হুসাইন মজুমদার, কাজী সালমান সাকিব, হাফিজ, বাধন, নাইমুল হোসেন ও তন্ময় হাফিজসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভয়েস টিভি/এসএফ