Home বিনোদন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ

by Newsroom
মোশাররফ করিমের

ঢাকা: টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম। নিজের অভিনয় দিয়ে এক যুগেরও বেশি সময় ধরে দর্শককে মুগ্ধ করে রেখেছেন তিনি। আজ এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন।

ব্যতিক্রমী ও শক্তিশালী অভিনয়শিল্পী হিসেবে খুব অল্প সময়ে তারকাখ্যাতি পান তিনি। ১৯৯৯ সালে টেলিভিশনের পর্দায় অভিষেক হয় মোশাররফ করিমের। তার অভিনীত প্রথম নাটক ‘অতিথি’। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার প্রথম চলচ্চিত্র ‘জয়যাত্রা’।

১৯৭১ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। এই অভিনয়শিল্পীর গ্রামের বাড়ি বরিশাল।

মোশাররফ করিমের অভিনয় পদচারণ শুরু হয় থিয়েটার মঞ্চে। এসএসসি পাস করে ১৯৮৬ সালে ঢাকায় এসে নাম লিখিয়েছিলেন নাট্যকেন্দ্রে।

১৯৯৯ সালে ‘অতিথি’ শিরোনামের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন মোশারফ। পরবর্তীতে বেশকিছু নাটকে অভিনয় করলেও জনপ্রিয়তা পান ২০০৪ সালে ‘ক্যারাম’ নামের একটি টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ধারবাহিক নাটক ‘৪২০’, চলচ্চিত্র ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ মোশাররফ করিমকে জনপ্রিয়তার অনন্য জায়গায় নিয়ে যায়। এছাড়া সাম্প্রতিক সময়ে সাগর জাহানের ‘সিকান্দার বক্স’ নাটকে মোশারফ করিমের অভিনয় ঈর্ষনীয় প্রশংসা কুড়ায়। জমজ সিরিজের নাটকগুলো ছিলো দর্শক চাহিদার তুঙ্গে।

এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৮০০’র বেশি নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম। সেই সঙ্গে চলচ্চিত্রেও অভিনয় করে চলেছেন সমানতালে।অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বেশ কয়েকবার ‘মেরিল প্রথম আলো’ পুরস্কারসহ দেশ-বিদেশে বহু পুরস্কার জিতেছেন গুনি এই অভিনেতা।

ছোটপর্দায় ক্যারাম নাটকের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০৮ সালে তিনি দেয়াল আলমারি নাটকে অভিনয় করেন।
এক ঘন্টার নাটক, টেলিফিল্ম আর ধারাবাহিকে বাংলা নাটকের ভরসার নাম হয় উঠেন তিনি।

এছাড়া নাটকের পাশাপাশি তিনি আরো অভিনয় করেছেন রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, প্রজাপতি, টেলিভিশন, জালালের গল্প শিরোনামের ছবিতে। তবে ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে যাত্রা শুরু।

ভয়েস টিভি/টিআর

You may also like