Home খেলার খবর মোস্তাফিজের জোড়া আঘাত

মোস্তাফিজের জোড়া আঘাত

by Shohag Ferdaus
আঘাত

চার স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। লক্ষ্য ঘূর্ণি-বিষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে নাকাল করে দেয়া। কিন্তু বাংলাদেশের পক্ষে প্রথম দুটি উইকেট তুলে নেন পেসার মোস্তাফিজুর রহমান। একাদশের একমাত্র পেসারও তিনি।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে পঞ্চম ওভারে জন ক্যাম্পবেলকে তুলে নেন বাঁহাতি এ পেসার। এলবিডব্লু হয়ে ফেরেন এই ক্যারিবীয় ওপেনার।

রিভিউ নিয়েছিলেন ক্যাম্পবেল। কিন্তু তাতে সফল হননি। সেখানে দেখা গেছে বলটি মিডল আর লেগ স্টাম্পেই আঘাত করত।

পরের বলেই তিনে নামা শেন মোজলিকে তুলে নিতে পারতেন মোস্তাফিজ। তার এলবিডব্লুর আবেদনে মাঠের আম্পায়ার সাড়াও দিয়েছিলেন। কিন্তু রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান মোজলি। পরে আর বাঁচতে পারেননি। তার বলে সেই এলবিডব্লুর শিকারই হতে হয় মোজলিকে। রিভিউ নিয়ে এবার আর পার পাননি মোজলি। উল্টো একটি রিভিউ নষ্ট হয় ওয়েস্ট ইন্ডিজের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৬৮ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে এখনো ৩৬২ রানে পিছিয়ে সফরকারি দল। নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রানে অলআউট হয় বাংলাদেশ। সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ (১০৩)।

ভয়েস টিভি/এসএফ

You may also like