Home খেলার খবর মোস্তাফিজের জন্য মন খারাপের খবর

মোস্তাফিজের জন্য মন খারাপের খবর

by Newsroom
মোস্তাফিজের

শেষ মুহুর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু প্রস্তাব পেলেও আইপিএল খেলা হচ্ছে না বাংলাদেশি এই পেসারের। স্বাভাবিক ভাবেই যে কোন ক্রিকেটারের জন্য এটি মন খারাপের খবর।

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই্ পেসারকে আইপিএলে খেলতে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি। কারন বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সময় শুরু হচ্ছে আইপিএল। তাই মোস্তাফিজের আইপিএলে খেলতে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে না বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেছেন, আইপিএল থেকে প্রস্তাব এসেছিল আমাদের কাছে। তবে আমাদের যেহেতু জাতীয় দলের কমিটমেন্ট আছে, তাই ওকে এনওসি দেওয়া হয়নি। সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এই সিরিজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এবারের আইপিএল শুরু হতে যাচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে, আর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহের আবাসিক ক্যাম্প শুরু করতে যাচ্ছে বিসিবি। ওই ক্যাম্পে মোস্তাফিজও যোগ দিবেন বলে জানা গেছে।

আইপিএলের নিলামে দল না পেলেও শেষ মুহুর্তে মোস্তাফিজের সার্ভিস পেতে চেয়েছিলো তার সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্স ও কোলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের লাসিথ মালিঙ্গা বাবার অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করে নেয়ায় ফিজকে চেয়েছিলো রোহিত শর্মার দল।

আর ইনজুরির কারণে কেকেআরের বাঁহাতি ইংলিশ পেসার হ্যারি গার্নি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় মোস্তাফিজকে বিকল্প হিসেবে ভেবেছিলো শাহরুখ খানের দল।

আইপিএলের ২০১৬ থেকে ২০১৮ এই তিন আসরে খেলেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক আসর মাতিয়েছিলেন এই টাইগার পেসার। পরের দুই আসর খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

ভয়েস টিভি/টিআর

You may also like