Home খেলার খবর বিসিএল ফাইনালে মিঠুনের ডাবল সেঞ্চুরি

বিসিএল ফাইনালে মিঠুনের ডাবল সেঞ্চুরি

by Imtiaz Ahmed

জাতীয় দল যখন নিউজিল্যান্ডে ব্যস্ত, মোহাম্মদ মিঠুন তখন মিরপুরে ডাবল সেঞ্চুরি হাঁকাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে এই কীর্তি করেছেন তিনি। দক্ষিণাঞ্চলের হয়ে করা মিঠুনের এই দ্বিশতকে শিরোপা নির্ধারণী ম্যাচে লিড নিয়েছে মধ্যাঞ্চল।

প্রথম ইনিংসে বিসিবি দক্ষিণাঞ্চলের করা ৩৮৭ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১৬ রানেই ৪ উইকেট হারায় মধ্যাঞ্চল। একপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের মাঝে অন্যপ্রান্তে আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন ওপেনার মিঠুন। দিনশেষে অপরাজিত থাকেন ১০২ রানে।

তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেও দক্ষিণাঞ্চলের বোলারদের বিপক্ষে অবিচল ছিলেন এই ক্রিকেটার। চার-ছক্কার পসরা সাজিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন মিঠুন। ২৮৬ বলে ডাবল সেঞ্চুরি করা মধ্যাঞ্চলের ওপেনার ২৭ চার আর ৩ ছয়ে শেষ পর্যন্ত থামেন ২০৬ রানে।

চলতি বিসিএলে এই নিয়ে দ্বিতীয় দ্বিশতকের মুখ দেখা গেল। এর আগে তৌহিদ হৃদয় এই কীর্তি দেখিয়েছেন। চট্টগ্রামে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ২১৭ রান করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

You may also like