Home সারাদেশ ‘মৌলবাদীরা ফেনীতে কিছু করতে চাইলে দাঁতভাঙা জবাব দেব’

‘মৌলবাদীরা ফেনীতে কিছু করতে চাইলে দাঁতভাঙা জবাব দেব’

by Shohag Ferdaus
সন্ত্রাসী

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম হাজারী বলেছেন, আমার সঙ্গে যাদের সুসম্পর্ক তাদের নয়, আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে প্রার্থী হিসাবে তাদের মনোনয়ন দেয়া হবে যাদের তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে।

এসময় তিনি আরও বলেন, ভাস্কর্য বিরোধী উগ্র মৌলবাদীরা ফেনীতে কিছু করতে চাইলে দাঁতভাঙা জবাব দেব।

১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ফেনীর একটি গণ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ প্রদান ও নবায়ন অনুষ্ঠানে নিজাম হাজারী একথা বলেন।

নিজাম হাজারী বলেন, যারা দলের জন্যে খেটেছে তারাই আসবে নেতৃত্বে, নব্য আওয়ামী লীগ আমার দরকার নেই। আমাদের দেখতে হবে তৃণমূলে কর্মীদের। আর যারা আমাকে চেহারা দেখাতে আসেন মাঠে কাজ করেন না, আমার সঙ্গে সুসম্পর্ক রাখেন এতে লাভ নেই। যারা দলের জন্য কাজ করে তারাই আসবে নেতৃত্বে।

তিনি বলেন, নিজের ব্যক্তি স্বার্থে দলভারী করার জন্য বিএনপি-জামায়াতকে আওয়ামী লীগের সদস্য করবেন না। নব্য আওয়ামী লীগের কারণে ত্যাগীরা যেন কোণঠাসা না হয়।

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিমুল্লাহ বিকমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আব্দুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফিজ আহমদ, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

এতে বক্তব্য রাখেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম লিটন, ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক রিপন, ফেনী সদর মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা আরা জুসি, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তসলিম হাজারী, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম।

ভয়েস টিভি/এসএফ

You may also like