Home সারাদেশ সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

by Shohag Ferdaus
মৌয়াল

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত ও পৃথক ঘটনায় আরেক মৌয়াল আহত হয়েছেন। ১৪ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের হোগলদড়া খাল এলাকায় বাঘের আক্রমণের শিকার হয়ে মৌয়াল হাবিবুর রহমান নিহত হন।

নিহত হাবিবুর রহমান (২৭) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাঙ গ্রামের আজিজ মোল্লার ছেলে।

নিহত হাবিবুর রহমানের ভাই আনিস মোল্লা জানান, গত ১ এপ্রিল এক সঙ্গে সাত জন মধু আহরণ করতে সুন্দরবনে যান। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হোগলদড়া খালে নৌকা বাঁধলে ছোট ভাই হাবিবুর রহমান একা বনে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে তিনি বনে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আক্রমনকারী বাঘটি তখন দূরে বসা ছিল। পরে নৌকা থেকে বাকিরা নেমে আসলে বাঘটি চলে যায়। কিছুক্ষণ পর মারা যায় হাবিবুর। পরে মরদেহ নিয়ে আমরা ফিরে আসি।

এদিকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকায় বাঘের আক্রমণে রবিউল শেখ (২২) নামে আরেকজন মৌয়াল আহত হয়েছেন।

বুধবার সকালে আহত রবিউল শেখকে নিয়ে লোকালয়ে ফিরেছেন অন্য মৌয়ালরা। গলায় জখম হয়েছেন তিনি।

আহত রবিউল শেখ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার হালিম শেখের ছেলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা আবুল হাসান জানান, বৈধভাবে পাশ নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। বাঘের আক্রমণে হাবিবুর রহমান নামের একজন মৌয়াল নিহত ও রবিউল শেখ নামের এক মৌয়াল আহত হয়েছে। বন বিভাগ থেকে পাশ দেয়ার সময় তাদেরকে সতর্ক হয়ে মধু সংগ্রহ করতে বলা হয়েছিল।

ভয়েস টিভি/এসএফ

You may also like