Home সারাদেশ ময়মনসিংহে চার হাত, চার পা নিয়ে শিশুর জন্ম

ময়মনসিংহে চার হাত, চার পা নিয়ে শিশুর জন্ম

by Amir Shohel

ময়মনসিংহে চার পা, চার হাত, এক মাথার মাথার এক কন্যা শিশুর জন্ম হয়েছে। জন্ম নেয়ার ২০ থেকে ২৫ মিনিট পরেই শিশুটি মারা যায়।

১২ নভেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোডের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে এই শিশুর জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক এমএন রয়েল বলেন, বৃহস্পতিবার বিকেলে জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়া তার স্ত্রী তানজিনা সুলতানাকে সিজার করার জন্য ভর্তি করেন।

পরে রাতেই সিজারিয়ান অপারেশন করেন এফসিপিএস গাইনি সার্জারি ডা. শারমীন সুলতানা রেখা। অপারেশনে চার হাত, চার পা ও এক মাথাওয়ালা এক মেয়ে শিশুর জন্ম হয়।

আরও পড়ুন : চাঁদপুরে একসঙ্গে জন্ম নেয়া পাঁচ শিশুর একজনও বেঁচে নেই

তিনি বলেন, জীবনের প্রথম জন্ম নেয়া এমন শিশু দেখলাম। তবে শিশুটি জন্ম নেয়ার কিছুক্ষণ পরই মারা গেছে। পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।

ভয়েসটিভি/এএস

You may also like